বরগুনায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
আরিফুল ইসলাম রুবেল,বরগুনা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরগুনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে করেন। শোভাযাত্রা থেকে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেয় নেতাকর্মী।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সুমন আব্দুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি আসাদুজ্জামান আল মামুন, জামায়াতে ইসলামি”র বরগুনা জেলা শাখার আমির সাবেক বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ হারুন। বিশিষ্ট সমাজসেবক ডা.সুলতান আহমদ।
সংগঠনটির নেতারা জানান, এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মধ্যে দেশপ্রেম, মানবসেবা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে
আলোচনা সভায় শেষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।