রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড়

ছুটির আমেজে, রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ছিলো লাখো দর্শনার্থীর ঢল। ঈদের ছুটির দ্বিতীয় দিনে সকাল থেকেই চিড়িয়াখানার প্রবেশপথ ও কাউন্টার গুলোর সামনে উপচে পড়া ভিড় দেখা গেছে। এ বছর চিড়িয়াখানার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন দর্শনার্থীরা।
রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঈদের ছুটির দ্বিতীয় দিনে ছিলো দর্শনার্থীদের ভিড়। নগরবাসী ব্যস্ত জীবন থেকে বেরিয়ে একটু বিনোদন পেতে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যান অনেকে। ঢাকার বাইরে থেকেও চিড়িয়াখানা দেখতে আসেন কেউ কেউ।
দর্শনার্থীদের অধিকাংশই শিশু-কিশোর, অভিভাবকদের সঙ্গে এসে চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে নানা পশু-পাখি দেখে দারুণ খুশি।
চিড়িয়াখানায় প্রবেশপথে এবারের শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। বেড়াতে আসা মানুষেরা যাতে নির্বিঘ্ন বিনোদন পায়, সেজন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।