তালতলীতে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

‘সুন্দরবন আমার মা, ধংস হতে দেবো না’ – এ প্রতিপাদ্য নিয়ে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), পায়রা ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা একাডেমীর আয়োজনে এ চিত্রাংকন প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চিত্রাংকন প্রতিযোগিতা বিষয়বস্তু ছিলো ‘সুন্দরবন’। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী নিয়ে ‘ক’ গ্রুপ এবং চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী নিয়ে ‘খ’ গ্রুপ গঠন করা হয়। এতে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা আক্তার ইমা, দ্বিতীয় স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা ও তৃতীয় স্থান অধিকার করেন তালতলী চারুকলা একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা আনজুম অপি। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদানি, তৃতীয় স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ঐশী মনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালবাসা দিবসে সবারই উচিত সুন্দরবনকে ভালোবাসা। সুন্দবন বেঁচে না থাকলে বাংলাদেশের টিকে থাকা কঠিন হবে।
বক্তারা আরো বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবনের গুরুত্ব আগামী প্রজন্মর মাঝে ধারণা করার জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।