Uncategorized

ভোলায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল

ভোলা প্রতিনিধি

ভোলায় ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবের ম্যুরাল। ভোলা পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা অফিসে থাকা ম্যুরালগুলো এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এ ম্যুরাল ভাঙা শুরু করে ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার সময় কয়কশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেকু এনে প্রথমে ভোলা পৌরসভার ম্যুরালটি ভেঙে দিয়ে একে একে জেলা পরিষদ, জেলা প্রশাসক ভবনের সামনে থাকা ম্যুরাল ভেঙে দিয়ে পরে রাত ১০টার দিকে বাংলা স্কুলসংলগ্ন থাকা জেলা আওয়ামী লীগের অফিসটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় উৎসুক হাজারো জনতা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য উপভোগ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর পূর্বে বুধবার গভীর রাতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ভোলা সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের বাসভবন প্রিয় কুটির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভাঙচুর ও আগুন দেওয়াসহ সব প্রতিহিংসার বিরোধী। আমরা চাই, এক সঙ্গে সবাই মিলে দেশ গড়তে।

সংশ্লিষ্ঠ খবর

Check Also
Close
Back to top button