অপরাধআমতলীবরগুনা

আমতলীতে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে দুই কেজি গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার মহিষকাটা স্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বরগুনা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই মাদক বিক্রেতার নাম সোহেল (২৫) ও জসিম সরদার। সোহেল কুমিল্লা জেলার দুর্গাপুর উপজেলার চম্পানগর গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে সোহেল দুই কেজি গাঁজা নিয়ে মহিষকাটা স্ট্যান্ডে থাকা শাখারিয়া গ্রামের মজিবর সরদারের ছেলে জসিম সরদারের কাছে যান। এই তথ্যের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার আজ সকালে মহিষকাটা স্ট্যান্ডে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানে দুই কেজি গাঁজাসহ সোহেল ও জসীমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপর আমতলী থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে প্রেরণ করেন।

আমতলী থানার ওসি মো. আরিফ হোসেন আরিফ গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ঠ খবর

Back to top button